
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ তার হলফনামা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন।
হলফনামায় তিনি যেসব তথ্য দিয়েছেন তা থেকে জানা যায়, খান আহমেদ শুভ তার শিক্ষাগত যোগ্যতায় নিজেকে স্নাকোত্তর পাশ হিসেবে উল্লেখ করেছেন। তিনি পেশায় একজন প্রিন্টিং প্রেস ও বালু, মাটির ব্যবসায়ী। তার বিরুদ্ধে কোন মামলা নেই।
তার সম্পদ বিবরণীতে তিনি উল্লেখ করেন, ব্যবসা থেকে তার বাৎসরিক আয় ১৫ লাখ ৮৮ হাজার ৩৬০ টাকা। তার স্ত্রীর আয় ৫ লাখ ৬০ হাজার ৩০০ টাকা। শেয়ার, সঞ্চয়পত্র/ ব্যাংক আমানত থেকে তার স্ত্রীর আয় ২ লাখ ৬ হাজার ৫২৫ টাকা। সংসদ সদস্য হিসেবে তার বেতন বাবদ আয় ৬ লাখ ৬০ হাজার টাকা। করমুক্ত সংসদ সদস্য ভাতা থেকে আয় ১৬ লাখ ৪৮ হাজার ৭৫ টাকা ও ব্যাংক সুদ থেকে আয় ১ হাজার ১৮০ টাকা। প্রার্থীর উপর নির্ভরশীলদের আয় ৪৯ হাজার ১০২ টাকা।
অস্থাবর সম্পদ বিবরণীতে তিনি উল্লেখ করেন, তার কাছে নগদ টাকা রয়েছে ২ লাখ ৭০ হাজার ৩৩ টাকা ও স্ত্রীর কাছে আছে ২০ হাজার ৪০০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে নিজের নামে ৩ লাখ ৬২ হাজার ৯৪১ টাকা। তার স্ত্রীর রয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৪৮৪ টাকা। নিজ নামে সঞ্চয়পত্র ও এফডিআর না থাকলেও তার স্ত্রীর নামে সঞ্চয়পত্র রয়েছে ২৬ লাখ টাকার ও এফডিআর রয়েছে ৬ লাখ টাকার। তার নামে দুটি মোটর জীপ রয়েছে, যার মূল্য ১ কোটি ৬৫ লাখ ৪৫ হাজার ৭৬ টাকা। নিজ নামে স্বর্ণ রয়েছে ৩০ ভরি ও স্ত্রীর নামে স্বর্ণ রয়েছে ১৫ ভরি। ইলেকট্রনিক সামগ্রী রয়েছে নিজ নামে ১ লাখ ৩০ হাজার টাকার ও আসবাবপত্র রয়েছে ১ লাখ ২০ হাজার টাকার। মোবাইল রয়েছে ৩০ হাজার টাকা মূল্যের ও স্ত্রীর রয়েছে ২০ হাজার টাকার। এছাড়া তার নামে একটি পিস্তল রয়েছে, যার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকার।
স্থাবর সম্পত্তি হিসেবে তিনি উল্লেখ করেন, তার শুধু মির্জাপুরে ১১০০ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে, যার মূল্য ১৪ লাখ ৪ হাজার টাকা (ক্রয়কালীন সময়ের মূল্য)। তিনি কার লোন বাবদ ঋণ রয়েছেন ৭ লাখ ৮৬ হাজার ১৮২ টাকা।