
১২ Views
নাগরপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের নাগরপুরে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। উপজেলার বিভিন্ন জায়গায় কয়েকটি ভাগে বিভক্ত হয়ে এ কর্মসুচী পালন করে বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে নাগরপুরের সহবতপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম। এ সময় যুবদল নেতা ফনির হোসেন ভুঁইয়া, দীপন মোল্লা, মোশারফ হোসেন মুছাসহ দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আসন্ন নির্বাচনকে ডামি নির্বাচন উল্লেখ করে ভোট বর্জনের আহ্বান জানান উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম। একই সঙ্গে অসহযোগ আন্দোলন সফল করতে জনগণের প্রতি আহ্বানও জানান তিনি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবির নেতৃত্বে মামুদনগর ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়। সেসময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাভলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মনির হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল আলাদাভাবে লিফলেট বিতরণ কর্মসুচী পালন করছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকার পতনের একদফা দাবিতে ভোট বর্জনের আহ্বানের পাশাপাশি অসহযোগ আন্দোলনের যে ডাক দিয়েছেন, দেশবাসীকে সব ধরনের ভ্যাট-ট্যাক্স, ইউটিলিটি বিল দেওয়া স্থগিত ও মামলার হাজিরা না দিয়ে সরকারকে অসহযোগিতার যে আহ্বান জানিয়েছেন তা সফল করতে নানা ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে কর্মসুচী পালন করছে নাগরপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।