স্টাফ রিপোর্টার ॥
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে টাঙ্গাইল সিনিয়র নির্বাচন অফিসারের কার্যালয় থেকে ৫টি আসনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রবিবার (১৯ নভেম্বর) পর্যন্ত পাঁচটি আসনের মনোনয়নপত্র গ্রহণ করেন তারা।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে খন্দকার মশিউজ্জামান রোমেল, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে আব্দুল লফিত সিদ্দিকী ও মুরাদ সিদ্দিকী, টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে আব্দুল লফিত সিদ্দিকী ও মুরাদ সিদ্দিকী, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) থেকে মুহাম্মদ আশরাফুল ইসলাম ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে মোশারফ হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
টাঙ্গাইল সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ূর রহমান বলেন, রবিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত সাতজন প্রার্থী পাঁচটি আসনের মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এদের মধ্যে আব্দুল লতিফ সিদ্দিকী ও মুরাদ সিদ্দিকী দুইটি আসনের মনোনয়নপত্র গ্রহণ করেছেন।
টাঙ্গাইলে সংসদ নির্বাচনে ৫ আসনে মনোনয়ন নিলেন ৭ প্রার্থী
৩৭৫ Views