টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে আওয়ামী লীগের ১০ জন এমপি হতে চান

টাঙ্গাইল মির্জাপুর রাজনীতি লিড নিউজ

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে আওয়ামী লীগের আটজন এমপি হতে চান। তারা বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে মনোনয়নপত্র সংগ্রহের পর পুরণ করে তা জমা দিয়েছেন। তারা সকলেই ছোট বেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের মাধ্যমে রাজনৈতিক জীবনে প্রবেশ করেন। এছাড়া আওয়ামী লীগ সমর্থিত দুইজন স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা হলেন বর্তমান সংসদ সদস্য খান আহমেদ শুভ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, টানা চারবারের সাবেক সাংসদ প্রয়াত একাব্বর হোসেনের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, মধুমতি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও ইবিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টাঙ্গাইল জেলা আওয়ামী কার্যকরী কমিটির সদস্য রাফিউর রহমান ইফসুফজাই সানি, মেজর (অব) এ হাফিজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ লিটন ও সৈয়দ ওয়াহিদ ইকবাল, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল।

এছাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন ও ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মহেড়া পেপার মিলস লি: এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

 

 

৬৭৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *