টাঙ্গাইল জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট সমাপ্ত

খেলা টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের সফল আয়োজন সমাপ্ত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসন আয়োজিত জেলা ক্রীড়া সংস্থা সহযোগিতায় টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে পর্যায়ক্রমে ৪টি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
শুরুতে নারী ক্যাটাগরির ফাইনালে টাঙ্গাইল সদর উপজেলার সাদিয়া আক্তার ও রুহানা বেগম (২-০) সেটে ধনবাড়ী উপজেলার অন্যান্য রানী সূত্রধর ও শিপা খাতুনকে পরাজিত করে চ্যম্পিয়ন হয়। কর্মকর্তা/কর্মচারীর ক্যাটাগরিতে টাঙ্গাইল সদর উপজেলা (২-০) সেটে সখীপুর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সবচেয়ে আর্কষনীয় ও প্রতিদ্বন্দিতাপূর্ন ব্যাডমিন্টন ম্যাচে পুলিশ সুপার দলের রেজাউল ও বিশ্বজিৎ জুটি (২-০) সেটে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান ও কবির জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। রাতের সর্বশেষ ম্যাচে কালিহাতী উপজেলার শান্ত ও রিফাত জুটি অতি সহজেই নাগরপুর উপজেলার আলামিন ও আশিষ জুটিকে (২-০) সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বিজয়ী ও বিজিতদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আইরিন আক্তার, সদর উপজেলার চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু। প্রতিটি চ্যাম্পিয়ন দলকে ২০,০০০ এবং রানার্সআপ দলকে ১০,০০০ টাকা পুরষ্কার বিতরন করেন। নকআউট ভিত্তিক প্রতিযোগিতায় ১২টি উপজেলার পুরুষ ও কর্মকর্তা/কর্মচারী, নারী দল ছাড়াও জেলা প্রশাসন, জেলা পুলিশ, টাঙ্গাইল প্রেসক্লাব, জেলা ক্রীড়া সংস্থা, টাঙ্গাইল ক্লাব, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর অংশগ্রহণ করেন।

২৭২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *