
স্টাফ রিপোর্টার ॥
‘নতুন বছর, নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন’ এই স্লোগান নিয়ে উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইলের প্রতিটি স্কুলে স্কুলে পাঠ্যপুস্তক উৎসব উপযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ জানুয়ারি) সকালে টাঙ্গাইল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসক এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মাদ আলী, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। এছাড়া ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিবৃন্ধরা শিক্ষার্থীদের মধ্যে বিনামূলে বই বিতরণ করেন। শিক্ষার্থীরা বছরের প্রথম দিনই নতুন বই পেয়ে খুব খুশি। নতুন বই তাদের পড়া লেখার প্রতি আরো মনোযোগ করবে বলে শিক্ষার্থীরা জানান।
এ বছর টাঙ্গাইল জেলায় ৪ লাখ ৮২ হাজার ৫১৮ জন প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে ১৯ লাখ ৬৯ হাজার ৬৫১টি বই এবং ৪ লাখ ৩১ হাজার ৩২৩ জন মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ৪২ লাখ ৩৩ হাজার ৩২২ টি বই বিতরণ করা হয়েছে।