
স্টাফ রিপোর্টার, মির্জাপুর||
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে স্বতন্ত্র প্রাথীর পথসভায় যেতে সাধারণ মানুষকে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ আসনের স্বতন্ত্র প্রার্থী প্রবীন আওয়ামী লীগ নেতা বীর মুুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু নৌকা প্রতীকের সমর্থক তিনজনের নাম উল্লেখ করে সহকারী রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, বুধবার (৩ জানুয়ারী) বিকেলে মির্জাপুর পৌরসভার ১ ও ৩ নম্বর ওয়ার্ডের পুষ্টকামুরী মাঝিপাড়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টুর (ট্রাক) পথসভার আয়োজন করা হয়। মাঝিপাড়া এলাকার মানুষ যাতে ওই পথসভায় অংশ নিতে না পারে সেজন্য এ আসনের নৌকার সমর্থক পোষ্টকামুরী গ্রামের ফল মিয়ার ছেলে লাজলুর রহমান, বজলুর রহমান এবং হালিম শিকদারের ছেলে মিনহাজ শিকদার মাঝিপাড়া এলাকার বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং পথসভায় যেতে নিষেধ করে। এছাড়া পথসভা শেষ হওয়ার আগ পর্যন্ত নৌকার সমর্থকরা মাঝিপাড়ার ভেতর নৌকার মিছিল করতে থাকে। এতে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করে। স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু বৃহস্পতিবার সকালে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের কাছে ওই তিনজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন জানান, বুধবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টুর পক্ষের লোকজনের কাছ থেকে মৌখিক অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিধি মোতাবেক আইনী ব্যবস্থা নেয়া হবে।