মধুপুর প্রতিনিধি ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনে পঞ্চম বারের মতো আবারো কৃষি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মো: আব্দুর রাজ্জাক এমপি’কে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল করেছে মধুপুর উপজেলা, পৌরসভা , ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মধুপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিশাল আনন্দ মিছিটি বের হয়ে টাঙ্গাইল- জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ করে।
পরে মিছিলটি দলীয় কার্যালয়ে এসে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট ইয়াকুব আলী, পৌর সভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক হোসেন খান,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি খন্দকার আব্দুল গফুর মন্টু, জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডা: মীর ফরহাদুল আলম মনি সহ অন্যান্য নেতাকর্মীরা। আলোচনাসভা শেষে মিষ্টি বিতরণ করা হয়।