টাঙ্গাইলে শক্তি ফাউন্ডেশনের উচ্চ শিক্ষাবৃত্তি পেলেন ৮ শিক্ষার্থী

টাঙ্গাইল টাঙ্গাইল সদর শিক্ষা

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে নারীর ক্ষমতায়নে কাজ করা শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে শহরের পাড়দিঘুলিয়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সোহেল রানা। শক্তি ফাউন্ডেশনের ডেপুটি ডিরেস্টর নিলুফা বেগমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (এনজিও বিষয়ক) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, শক্তি ফাউন্ডেশনের বগুড়ার জোনাল হেড মাকছুদুর রহমান, টাঙ্গাইল রিজিওনের হেড শফিকুল ইসলাম, আশা টাঙ্গাইলের সিনিয়র এডিএম এনামুল হক প্রমুখ।

অনুষ্ঠানে সংস্থার সদস্যদের পরিবারের মেধাবী ৮জন শিক্ষার্থীর মাঝে সাধারণ ও উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। উল্লেখ্য, শক্তি ফাউন্ডেশন নারীর ক্ষমতায়নে কাজ করার পাশাপাশি প্রতিবছর সদস্যদের পরিবারের মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে সাধারণ, উচ্চশিক্ষা ও বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে।

১৫৮ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *