
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খান আহমেদ শুভ তাঁর নির্বাচনী এলাকাকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, দালাল ও ভূমিদস্যু মুক্ত স্মার্ট মির্জাপুর গড়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর তাঁর ব্যক্তিগত ফেসবুক পেইজে তিনি এ ঘোষণা দিয়ে সকলের সহযোগিতা কামনা করেন। ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় বারের মতো বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচন হয়েছেন। তিনি পেয়েছেন ৮৮ হাজার ৩৯৩ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগকারী স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টু ট্রাক প্রতীক পেয়েছেন ৫৭ হাজার ২৩১ ভোট।
এ দিকে বুধবার (১০ জানুয়ারি) শপথ গ্রহণের পর খান আহমেদ শুভ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নির্বাচনী এলাকায় আসলে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। বিকেলে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিমের নেতৃত্বে থানা পুলিশের একটি দল এমপিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সৌজন্য স্বাক্ষাত করেন। এ সময় এমপি খান আহমেদ শুভ তাঁর এ ঘোষণা পূনব্যক্ত করেন। এ ব্যাপারে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন মাননীয় এমপি মহোদয়ের ঘোষণা সঙ্গে থানা পুলিশ এক হয়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করে যাচ্ছে। মাদকের সঙ্গে যে কেউ জড়িত থাকুক কাউকে ছাড় দেয়া হবে না বলে তিনি জানিয়েছেন।