সখীপুর প্রতিনিধি ।।
টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় আতোয়ার হোসেন (৪২) নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার প্রতিমা বংকী মাজারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আতোয়ার উপজেলার কালিয়ান পাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে। তার পরিবারে স্ত্রী ও দুইটি সন্তান রয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার প্রতিমা বংকী মাজারপাড় এলাকায় আতোয়ার অটোটি মোড় ঘোরানোর সময় দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোচালক ট্রাকের চাপা পড়ে।
পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।