সাদ্দাম ইমন ॥
গাজীপুর জেলার মেট্রো ক্রিকেট একাডেমির কাছে ৪ উইকেটে হেরে টাঙ্গাইল টাইগার্স একাডেমি রানার্সআপ হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকালে গাজীপুর জেলার লঙ্করচালা মেট্রো একাডেমি মাঠে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৬ ক্রিকেট টুনামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মোহাম্মদ ফুয়াদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কিংবদন্তী সাবেক ক্রিকেটার ও মেট্রো একাডেমির প্রধান উপদেষ্টা রকিবুল হাসান ও বিকেএসপির ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিম।
খেলায় সাবেক ক্রিকেটার ও কোচ ইসলাম খানের টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমি টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান করে। দলের পক্ষে শাহেদ সবোর্চ্চ ৩৯, শুভ ৩৪ ও ওমর ২৩ রান করে। বোলিংয়ে মেট্রো ক্রিকেট একাডেমির আব্দুর রহমান তাঁর ২৩ রানে ৩টি উইকেট দখল করে। জবাবে মেট্রো ক্রিকেট একাডেমি ১৮ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে ১২৬ রান করে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। দলের পক্ষে সালমান সবোর্চ্চ ২৯, ফয়সাল ২৭ ও সেলিম ২৬ রান করে। বিজিত দলের শাহেদ ১৫ রানে ৪টি উইকেট দখল করে। বিজয়ী দলের আব্দুর রহমান ব্যাটিংয়ে ১৩ রান ও বোলিং ৩ উইকেট দখল করায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেট্রো ক্রিকেট একাডেমির পরিচালক ফেরদৌসী আক্তার। ১২টি ক্রিকেট একাডেমি ৪টি গ্রুপে বিভক্ত হয়ে টুনামেন্েেট অংশগ্রহণ করে।