
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক চালক নাজমুল ইসলাম ওরফে আজিজুল ইসলামের খুনের ঘটনায় জড়িত ডাকাত দলের ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলা সদরের বাইমহাটী মাস্টারপাড়া গ্রামের সাইদ কুলের ছেলে নাদিম (৩১), ত্রিমোহন গ্রামের পাষাণ খানের ছেলে সাদ্দাম হোসেন (৩৪), বাইমহাটী গ্রামের সামাদ আলীর ছেলে ইয়াছিন (২৩) ও বাদশা মিয়ার ছেলে ফজল (৩৯), সিংজুরি গ্রামের বোরহান মিয়ার ছেলে সোহেল (৩২) ও বাগজান গ্রামের নুরুল হকের ছেলে লাভলু মিয়া (৩১)।
এদের মধ্যে সাদ্দাম হোসেন (৩২) ও নাদিম খানকে (৩৪) রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল আদালতে হাজির করলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতের বিচারক সজিব চৌধুরী ও নওরীন করিম তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্ধী রেকর্ড করেন। বাকি চারজনের মধ্যে ফজল ও সোহেলের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ইয়াছিন ও লাভলুকে সাত দিনের রিমান্ড আবেদন করে সোমবার (১৯ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হয়েছে বলে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছেন।
উল্লেখ্য, শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ট্রাক চালক আজিজুল ইসলাম ও তার শ্যালক চালকের সহকারি আবু তালেব নারায়ণগঞ্জ থেকে ট্রাকে ভুট্টা ভর্তি করে বগুড়ার উদ্দেশে রওনা হন। পথে রাত একটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকার মা সিএনজি স্টেশনের কাছে পৌঁছালে মহাসড়কে একটি বস্তা পড়ে থাকতে দেখে চালক ট্রাকটি থামান। পরে ট্রাক থেকে চালকের সহকারি নেমে সড়কে পড়ে থাকা বস্তা সরাতে গেলে ১০-১২ জন দেশীয় অস্ত্রসহ এসে তাঁকে ঘিরে ফেলেন। এ সময় ডাকাতেরা তার সঙ্গে থাকা ১৮ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং মারপিট করেন। একপর্যায়ে সে দৌড়ে সহায়তা পেতে চিৎকার করতে থাকে। ডাকাত দল ট্রাকে উঠে চালকের বুকে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় ট্রাক চালক গাড়ি নিয়ে মা সিএনজি স্টেশনের কাছে যান। এ সময় আশপাশের লোকজন ও পুলিশের টহল দল এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যান। চালককে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) অটল কুমার দাস ও আবুল বাশারের নেতৃত্বে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চালকের খুনের সাথে জড়িত ডাকাত দলের ছয়জনকে গ্রেপ্তার করেন।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ট্টাক চালকের খুনের ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য চারজনকে সোমবার (১৯ ফেব্রুয়ারি) আদালতে হাজির করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।