স্টাফ রিপোর্টার ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিক প্রার্থীকে বিজয়ী করার লক্ষে টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ারে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রার্থীকে বিজয়ী করার লক্ষে বর্ধিত ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।
মামুদনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীমের সঞ্চালনায় বিশেষ বর্ধিত ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আহসানুল ইসলাম টিটু এমপি। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দাউদুল ইসলাম দাউদসহ জনপ্রতিনিধি ও ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।
পরে সন্ধ্যায় দেলদুয়ার উপজেলায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
নাগরপুর ও দেলদুয়ারে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত
২৭৬ Views