টাঙ্গাইলে বিজয়ের দিনে বীর মুক্তিযোদ্ধার চিরবিদায়

টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
১৯৭১ সালে দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন বাংলার দামাল ছেলেরা। দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর আমাদের উপহার দিয়েছিলেন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। যাদের কল্যাণে আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা। তাদেরই একজন ছিলেন টাঙ্গাইল সদর উপজেলার মালতীপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন মিয়া (৭৫)। শনিবার ছিল সেই ঐতিহাসিক ১৬ ডিসেম্বর, বাঙালী জাতির আনন্দের দিন। ১৯৭১ সাল থেকে যথাযোগ্য মর্যাদায় ‘বিজয় দিবস’ হিসেবে পালিত হয় দিনটি। এ দিন বিশেষ সম্মাননা দেয়া হয় বীর মুক্তিযোদ্ধাদের। আর সেই বিজয়ের দিনেই চির বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া। এমন একটি দিনে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধাদের মাঝে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল শহরের একটি ক্লিনিকে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন ধরে তিনি হার্ট ও লিভারের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। বাদ জোহর স্থানীয় চকগোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। বাদ আসর টাঙ্গাইল শহরের বেবীস্ট্যান্ড মসজিদ মাঠে তাকে গার্ড অব অনার প্রদান করেন সদর উপজেলার এসিল্যান্ড অতনু বড়–য়া। সেখানে দ্বিতীয় জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বেবীস্ট্যান্ড কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। পেশায় তিনি ছিলেন শিক্ষক। সদর উপজেলার আনুহুলা উচ্চ বিদ্যালয় থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে তিনি অবসর নেন।

 

 

২৩৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *