
মধুপুর প্রতিনিধি ॥
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এ শ্লোগানে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। রবিবার (১০ মার্চ) সকালে এ দিবসটি উদযাপন উপলক্ষে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাছির, হিসাবরক্ষক কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদ, মহিষমারা ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন প্রমুখ।