স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এবং সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয় তার হলফনামা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন।
হলফনামায় তিনি যেসব তথ্য দিয়েছেন তা থেকে জানা যায়, অনুপম শাহজাহান জয় তার শিক্ষাগত যোগ্যতায় নিজেকে বিএ পাশ হিসেবে উল্লেখ করেছেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। তার বিরুদ্ধে কোন মামলা নেই।
তার সম্পদ বিবরণীতে তিনি উল্লেখ করেন, কৃষি খাত থেকে তার বাৎসরিক আয় ৩ লাখ ৮৫ হাজার ৮৬৬ টাকা। বাড়ি/এপার্টমেন্ট/ দোকান বা অন্যান্য ভাড়া বাবদ তার বাৎসরিক আয় ৫ লাখ ৬৯ হাজার ৬৬৬ টাকা। ব্যবসা থেকে তার বাৎসরিক আয় ৯ লাখ টাকা। মৃত বাবার মুক্তিযোদ্ধা সন্মানী থেকে আয় ২ লাখ ৪০ হাজার টাকা। তার মোট বাৎসরিক আয় ২০ লাখ ৯৫ হাজার ৫৩২ টাকা।
অস্থাবর সম্পদ বিবরণীতে তিনি উল্লেখ করেন, তার কাছে নগদ টাকা রয়েছে ৯ লাখ ৮৯ হাজার ৬৫৮ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে নিজের নামে ৪ লাখ ১০ হাজার ৩৪২ টাকা। তার নামে একটি মোটর জীপ রয়েছে যার মূল্য ৮০ লাখ টাকা। নিজ নামে স্বর্ণ রয়েছে ১৩২ ভরি। ইলেকট্রনিক সামগ্রী রয়েছে নিজ নামে ১ লাখ ৫০ হাজার টাকার ও আসবাবপত্র রয়েছে ১ লাখ ৫০ হাজার টাকার। তার নামে একটি শর্টগান রয়েছে যার মূল্য ২ লাখ টাকা। এছাড়াও ব্যবসার পুঁজি বাবদ রয়েছে ৭৫ লাখ ১৯ হাজার ৯৫৬ টাকা।
স্থাবর সম্পত্তি হিসেবে তিনি উল্লেখ করেন, তার শুধু পৈত্রিক সূত্রে সখীপুর উপজেলা বাজারে ২ তলা বাড়ি। যার ৩য় তলায় ১১০০ বর্গফুট বিনিয়োগ মূল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা (অর্জনকালীন সময়ের মূল্য)। তার কোন ঋণ নেই।