অসহযোগ আন্দোলন সফল করার লক্ষে টাঙ্গাইলে বিএনপির লিফলেট বিতরণ

টাঙ্গাইল টাঙ্গাইল সদর রাজনীতি

স্টাফ রিপোর্টার ॥
চলমান আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে কেন্দ্র ঘোষিত অসহযোগ আন্দোলন সফল করার লক্ষে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। জনসচেতনতায় নেতাকর্মীরা শহরের মসজিদ রোড এলাকা থেকে লিফলেট বিলি শুরু করে বিভিন্ন বাজার ঘুরে কালিবাড়ী রোডে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, বিএনপি নেতা আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহিন, আবুল কাশেম, অমল ব্যনার্জি, শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন সরকার প্রমুখ। এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশগ্রহন করেন।
এ সময় নেতৃবৃন্দরা বলেন, এই তামাশার নির্বাচন বাতিল করতে হবে। তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে এই ফ্যাসিস্ট সরকারকে বাধ্য করা হবে। যতক্ষণ পর্যন্ত এক তরফা নির্বাচন বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। গ্রেফতার করতে করতে একজন নেতাকর্মী অবশিষ্ট্য থাকলেও আমরা ঘরে ফিরে যাব না।

৩৫৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *