স্পোর্টস রিপোর্টার ॥
ইয়ং টাইগার্স জাতীয় (অনুর্ধ্ব-১৪) ক্রিকেটে টাঙ্গাইল জেলা টানা দ্বিতীয় ম্যাচে ৫৯ রানে জামালপুর জেলাকে পরাজিত করে সেমিফাইনালের পথে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) শেরপুর জেলা শহীদ মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার (অনুর্দ্ধ-১৪) জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার “বি” গ্রুপের খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় টস জয়ী টাঙ্গাইল জেলা প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৪৫ ওভারে ৭ উইকেটে ১৮২ রান করে। দলের পক্ষে রিপন সবোর্চ্চ ৫২ এবং মাহিন ৪৫ রান করে। বোলিংয়ে জামালপুর জেলার পক্ষে তাহসিন ৪১ রানে ৩টি উইকেট দখল করে। জবাবে জামালপুর জেলা জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৪৪.২ ওভারে ১২৩ রানে অলআউট হলে টাঙ্গাইল ৫৯ রানে জয়লাভ করে। দলের পক্ষে সজিব সবোর্চ্চ ৪৮ রান করে। বোলিংয়ে বিজয়ী দলের রিপন ৩৩ রানে ও নাহিয়ান ১৩ রানে ২টি করে উইকেট দখল করে। আগামী শনিবার (২৩ ডিসেম্বর) ফিরতি লেগে মানিকগঞ্জের মুখোমুখি হবে টাঙ্গাইল জেলা (অনুর্ধ্ব-১৪) ক্রিকেট দল।
ইয়ং টাইগার্স জাতীয় অনুর্ধ্ব-১৪ ক্রিকেটে টাঙ্গাইল সেমিফাইনালের পথে
৩২৫ Views