মধুপুর গড়ে খ্রিস্টানদের প্রধান উৎসব বড় দিন উদযাপন

টাঙ্গাইল বিনোদন মধুপুর

হাবিবুর রহমান, মধুপুর ॥
নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের মধুপুর গড়ে খ্রীস্টানদের বড় ধর্মীয় উৎসব বড় দিন পালন করা হয়েছে। বড় দিনকে ঘিরে গারো খ্রীস্টান পল্লীগুলোতে চলছে উৎসবের আমেজ। ২৪ ডিসেম্বর রাতে শুরু হয় বড় দিনের নানা পর্ব। রাতে ধর্মপল্লী ও গির্জাগুলোকে বর্নীল সাজে সাজানো হয়। রাত সাড়ে আটটায় শুরু হয় জলছত্র কর্পোস্ট খ্রীস্টি ধর্মপল্লী ও পীরগাছা সেন্ট পৌলস ধর্মপল্লীতে গির্জা প্রার্থনা শেষে কেক কাটাসহ শুরু হয় নানা পর্ব। গির্জা শুরুর আগ থেকেই ছোট বড়রা আসতে শুরু করে তাদের ধর্মপল্লী ও গির্জাগুলোতে। শিশু কিশোর বুদ্ধ বনিতারা তাদের নতুন পোষাকে গির্জাগুলোতে সমাবেত হয়। এ সময় প্রাণবন্ত উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। গির্জায় গির্জায় দেশের শান্তি সমৃদ্ধি কামনা ও নতুন বছরের জন্য প্রার্থনা করা হয়।

রাত পৌনে ১০ টায় গির্জার সামনে কেক কাটা হয়। জলছত্র কর্পোস খ্রীস্টি ধর্মপল্লীর পাল পুরোহিতকে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি’র বড় দিনের শুভেচ্ছা প্রদান করে মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মীর ফরহাদুল আলম মনি, সাদিকুল ইসলাম সাদিক, ইউপি আওয়ামী লীগের সভাপতি হাসান ইমাম মিন্টু, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানসহ অন্যান্যরা। পরে পুলিশ সুপারের শুভেচ্ছা তোলে দেন মধুপুর থানার অফিসার্স ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, এসআই আপেল মাহমুদ, আমির হোসেনসহ অন্যান্য সদস্যরা। পরে অতিথিদের নিয়ে পাল পুরোহিত কেক কাটেন। বড় দিনের শুভ উদ্ভোধন করে শুরু হয় তাদের ধর্মীয় কীর্তন পরিবেশনা। ছোট বড় সবাই মিলে গ্রামও সমাজ ভিত্তিক কীর্তন পরিবেশনায় মেতে উঠে । রাতের রঙিন আলোয় আনন্দ ভাগাভাগি করে আর মেতে উঠে মিলন মেলায় । বাড়ি বাড়ি চলে পিঠা পুলির উৎসব। চলে গ্রামে গ্রামে খেলাধূলা বিয়ে সাধি শ্রাদ্ধের নানা পার্বন।

গির্জা সহ বাড়ি কবর স্থান সাজানো হয় নতুন সাজে। বড় দিনে নিরাপত্তার জন্য পুলিশ টহল চলে খ্রিস্টানদের বিভিন্ন পল্লীতে। মধুপুরের পাহাড়িয়া এলাকার সাইনামারী, গাছাবাড়ি, জাঙ্গালিয়া, বেরিবাইদ, গেচুৎয়া, রাজাবাড়ি, দোখলা, চুনিয়া, জয়নাগাছা, জালাবাঁধা, পীরগাছা, বাঘাডোবা, মমিনপুর, ধরাটি, জলছত্র, গায়ড়া, টেলকি, কাকড়াগুনিসহ বিভিন্ন গ্রামে চলে গ্রামীণ খেলাধুলা। বালিশ হস্তান্তর, ফুটবল, ক্রিকেটসহ নানা খেলার আয়োজনের মধ্য দিয়ে আনন্দে মেতে উঠে। আত্মীয় স্বজনদের নিয়ে সামাজিক ভাবে শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজনে অংশ গ্রহন করে। গড় এলাকার বড় দিনের উৎসব যেন জমে উঠেছে। স্থানীয় সংসদ সদস্য কৃষি মন্ত্রী ড আব্দুর রাজ্জাক এমপি বড় দিন উপলক্ষে ৮৬ টি গির্জায় জিআর বিতরণ করেছে।
মধুপুর থানার অফিসার্স ইনচার্জ মোল্লা আজিজুর রহমান বলেন, বড় দিনকে ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে নিরাপত্তার জন্য পুলিশ টহল দেয়া হয়েছে।

২৩৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *