টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার এর প্রচারণায় জেলা মহিলা আ.লীগ

টাঙ্গাইল টাঙ্গাইল সদর রাজনীতি

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনের ঈগল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ছানোয়ার হোসেন এর প্রচারণায় আনুষ্ঠানিকভাবে নামলেন জেলা, পৌর ও যুব মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে তৃণমূল ভবনে সভার আয়োজন করে জেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনের ঈগল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ছানোয়ার হোসেন।

টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুনু সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজমুজ সালেহীন, শহর মহিলা লীগের সাধারণ সম্পাদক লাভলী তালুকদার, সাংগঠনিক সম্পাদক ডা. তাসলিমা খায়ের প্রমুখ। জেলা মহিলালীগের সহ-সভাপতি মাহমুদা শেলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা মহিলা লীগের উপ-দপ্তর সম্পাদক আসমা হোসাইন মলি, নাসরিনসহ শহর মহিলা আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের প্রায় দুই শতাধিক মহিলা নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনের ঈগল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ছানোয়ার হোসেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি আমাদের রাজনৈতিক নেতা ও অভিভাবক। টানা দুইবার তিনি এ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও নির্বাচিত সংসদ সদস্য। এ কারণে আমরা উনার নির্বাচনী প্রচারণায় স্বতঃস্ফ্রুর্তভাবে অংশগ্রহণ করছি। আমাদের বিশ^াস এবারও তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনার মুখ উজ্জল করবেন।

 

৩৩৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *