টাঙ্গাইল থিয়েটারের দুটি নাটক মঞ্চায়ন হবে

টাঙ্গাইল টাঙ্গাইল সদর বিনোদন

স্টাফ রিপোর্টার ॥
শিল্পকলা একডেমি আয়োজিত বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সহযোগিতায় গণজাগরণের শিল্প আন্দোলনের নাট্যোৎসবে জেলার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন টাঙ্গাইল থিয়েটার ‘রুটি মানচিত্র’ এবং ‘একটি গোল চাঁদ’ নামক দুটি নাটক পরিবেশন করবে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সম্বিত সাহার রচনা ও মোস্তাফিজুল হকের নির্দশনায় টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিকাল ৪টায়, স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সন্ধ্যা ৬টায় এবং তারুটিয়া তাঁতপল্লী এলাকায় রাত ৮টায় নাটক দুটি মঞ্চায়ন করা হবে।

নাটক দুটিতে অভিনয় করবেন চপল তালুকদার, শেখ মানিক, মোস্তাফিজুল হক প্রমুখ। নাটক দুটির মঞ্চ ব্যবস্থাপনায় রয়েছেন রতন দত্ত ও শাহ মো. ইছরাইল বিল্লাহ। সেট ডিজাইন করেছেন জহুরুল ইসলাম মিরাজ ও আবহ সঙ্গীত পরিচালনা করবেন অপর্ণা চৌধুরী।

৩৮৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *