বিভাস কৃষ্ণ চৌধুরী ॥
দ্বাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.কামরুল হাসানের নৌকা মার্কাকে বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষে মহিলাদের এক বিশাল প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকালে দেওপাড়ায় নৌকা মার্কার এ বিশাল প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি দেওপাড়া বাজার থেকে শুরু হয়ে তালতলা, কালিকাপুর, শোলাকীপাড়ায় প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দেওপাড়া ইউনিয়ন পরিষদের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় পথসভায় বক্তব্য রাখেন, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, যুগ্ম-আহ্বায়ক সাইদুর রহমান রফিক, যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মতিন মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকন তালুকদার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।