স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলার পৌর শহরের ১নং ওয়ার্ডের কান্দিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পরিত্যক্ত ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি। শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ভবনের একটি দরজা দরজার আংশিক পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক ।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আনাম বলেন, সকালে বিদ্যালয়ের নৈশপ্রহরী অগ্নিসংযোগের খবর জানায়। বিদ্যালয়ে এসে দেখি, পরিত্যক্ত ভবনের দুটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
টাঙ্গাইল সদরের কান্দিলা ভোটকেন্দ্রের পরিত্যক্ত ভবনে অগ্নিসংযোগ
২১০ Views