ছোট মনির ১ লাখ ২১ হাজার ২৪৪ ভোট বেশী পেয়ে জয়লাভ

গোপালপুর টাঙ্গাইল ভূঞাপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনে সোমবার (৭ জানুয়ারি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই প্রতিটি ভোটকেন্দ্রেই নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি দেখা গেছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন। সকাল আটটা হতে শুরু হওয়া ভোট গ্রহণ চলে একটানা বিকেল চারটা পর্যন্ত।
জেলা রিটার্নিং অফিস সূত্রে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের চুড়ান্ত বেসরকারীভাবে ঘোষিত ফলাফলে জানা যায়, এ আসনে আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী ছোট মনির জয়লাভ করেছেন। তিনি ১ লাখ ৫১ হাজার ৭৩০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র (ঈগল) প্রতিকের প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু পেয়েছেন ৩০ হাজার ৪৮৬ ভোট। গণফন্টের (মাছ) প্রতিকের প্রার্থী গোলাম সরোয়ার পেয়েছেন ৩১২ ভোট। বাংলাদেশ কংগ্রেস (ডাব) প্রতিকের প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ৪৫১ ভোট। জাতীয় পার্টি (লাঙ্গল) প্রতিকের প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ৪০২ ভোট। ন্যাশনাল পিপলস্ পার্টি (আম) প্রতিকের প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ৩০৫ ভোট।
এ আসনে ১৩৮টি কেন্দ্রের মধ্যে ১৩৭টি কেন্দ্রের ফলাফল ঘোষিত হয়েছে। একটি কেন্দ্র স্থগিত হয়েছে। এসব কেন্দ্রে সর্বমোট ভোটার ৩ লাখ ৯৫ হাজার ২৪৮ ভোট। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৮৫ হাজার ৩৫৫ ভোট।বৈধ ভোট পড়েছে ১ লাখ ৮৩ হাজার ৬৮৬ ভোট। বাতিল হয়েছে ১ হাজার ৫৮৯ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৬.৫%। এ আসনের আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী ছোট মনির তার নিকটতম প্রার্থীর থেকে ১ লাখ ২১ হাজার ২৪৪ ভোট বেশী পেয়ে জয়লাভ করেছেন।

 

 

৪২৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *