স্টাফ রিপোর্টার ॥
“চলবো মোরা এক সাথে জয় করবো মানবতাকে” এই স্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলে অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও প্রতিবন্ধী এক নারীকে হুইল চেয়ার দেয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে জেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মানুষের কল্যাণে মানুষ ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক অসহায় দুঃস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শীতবস্ত্র পেয়ে খুশি রোজিনা বেগম। তিনি বলেন, কয়েকদিন ধরে অনেক শীত পড়েছে। বাড়িতে ভালো কম্বল নেই, যাও আছে ছেঁড়া। আজ নতুন কম্বল পেয়ে অনেক ভালো লাগছে। মানুষের কল্যাণে মানুষ ফাউন্ডেশনের সভাপতি পারুল মাহবুব খান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে ভালো লাগে। এই ভালোলাগা থেকেই মানুষের কল্যাণে মানুষ সংস্থার যাত্রা শুরু হয়েছে। প্রতিটি ভালো কাজের জন্য অনুপ্রেরণা পাই আমার পরিবারের সকলের সহযোগিতার কারণে প্রতিটি কাজে উৎসাহ ও প্রেরণা জোগায়।
মানুষের কল্যাণে মানুষ ফাউন্ডেশনের সভাপতি পারুল মাহবুব খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রি অফিসার আসাদুজ্জামান, জেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার মিলি, মানুষের কল্যাণে মানুষ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাফিসা তাবাসসুম খান প্রমুখ।