
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে ১০৮ বোতল বিদেশী মদসহ মাদক কারবারীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। শনিবার (১৫ জুন) ৯টার দিকে শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক কারবারী হলেন- সোহেল রানা (২১)। সে টাঙ্গাইল সদর উপজেলার বিন্যাফৈর গ্রামের দুলাল মিয়ার ছেলে।
টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে টাঙ্গাইল নিউজবিডিকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া হাউজিং সোসাইটির ১৩নং রোডের জনৈক আবিদার বাসার দক্ষিণ পাশের কক্ষে অবস্থান করে একজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছে। এমন খবরের ভিত্তিতে টাঙ্গাইল ডিবি (উত্তর) এর একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। ওই ঘরে অভিযান চালিয়ে মাদক কারবারী সোহেল রানাকে ১০৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করে। এই মদের আনুমানিক মূল্য তিন লক্ষ ৭৮ হাজার টাকা। মাদক কারবারী সোহেল রানা দীর্ঘ দিন ধরে পশ্চিম আকুর টাকুর পাড়া হাউজিং সোসাইটির ১৩নং রোডের জনৈক আবিদার বাসা ভাড়া নিয়ে মাদক কারবারী করে আসছিল।
গ্রেফতারকৃত আসামী সোহেল রানাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্বারকৃত ১০৮ বোতল বিদেশী মদ নিজ হেফাজতে রাখার বিষয়ে নিজের দোষ স্বীকার করে। আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আসামীকে বিচারর্থে আদালতে প্রেরণ করা হয়।