কালিহাতীতে গ্রাম পুলিশদের আ’লীগ নেতার শীতবস্ত্র বিতরণ

কালিহাতী টাঙ্গাইল

সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র (চাদর) বিতরণ করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে কালিহাতী থানার গোল ঘর থেকে তিনি তার ব্যাক্তিগত অর্থায়নে ১৩০ জন গ্রাম পুলিশদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণকালে আনোয়ার হোসেন মোল্লা বলেন, ইউনিয়নের সকল কাজে গ্রাম পুলিশরা নিয়োজিত থাকেন। তারা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। তাই গ্রামাঞ্চলে যোগাযোগের ব্যবস্থা উন্নয়ন ও প্রতিটি জায়গার প্রত্যেকটি মানুষের জন্ম ও মৃত্যুর নিবন্ধন ৪৫ দিনের মধ্যে তালিকাভূক্ত করার কাজে, মাদক মুক্ত ও বাল্য বিবাহ রোধসহ বিভিন্ন কাজে তারা উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে সবসময় কাজ করে থাকে। এই শীতের মধ্যেও তারা থেমে নেই। শীত থেকে তাদেরকে কিছুটা নিবারণ করতে তাদের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে আমার ব্যক্তিগত অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। এর আগে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলাম। এবারো জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামীলীগের মনোনয়ন দিলে বিজয়ী হয়ে আপনাদেরকে সাথে নিয়ে স্মার্ট কালিহাতী গড়ে তুলবো।
এসময় তার সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা শরিফ খান।

শীতবস্ত্র পেয়ে গ্রাম পুলিশরা বলেন, চাকরি করাকালীন সময়ে কোন নেতা বা কোন জনপ্রতিনিধিদের কাছ থেকে কোন কিছু পাইনি। এই প্রথম কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা এই প্রচন্ড শীতে আমাদের চাদর দিলো। আমরা খুব খুশি।

 

১৭৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *