
স্টাফ রিপোর্টার।।
জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। বুধবার (৩ জুলাই০২০২৪) দুপুরে শহরের ভাসানী হলের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এর আগে জেলা-উপজেলা ও শহর থেকে খÐ খÐ মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
এতে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, সদস্য অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারাও বক্তব্য দেন। এসময় বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।