স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লেগুনার ধাক্কায় ব্যাটারীচালিত অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শহর গোপিনপুর পেচুয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মোস্তফা মিয়া (৪০)। তিনি ওই অটোরিকশার যাত্রী ছিলেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, বিকেলে ধলাপাড়া ইউনিয়ন থেকে যাত্রী নিয়ে ব্যাটারীচালিত একটি অটোরিকশা সাগরদিঘী ইউনিয়ন যাওয়ার সময় ঘটনাস্থলে পৌছালে পেছন থেকে একটি লেগুনা অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হয়। এ সময় আরও তিন জন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মোস্তফা মিয়াকে মৃত ঘোষনা করেন। ঘটনার পর থেকে লেগুনার চালক পলাতক রয়েছে।
ঘাটাইলে লেগুনার ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২
২৮১ Views