টাঙ্গাইলে আমরা সাহায্য করতে চাই সংগঠনের শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইল টাঙ্গাইল সদর

স্টাফ রিপোর্টার ॥
“আমরা সাহায্য করতে চাই” একটি সামাজিক সংগঠন এর উদ্যোগে গরীব ও অসহায় শীতার্তদের মাঝে টাঙ্গাইলে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) সকালে শহরের পশ্চিম আকুর টাকুর কাগমারা ঈদগাহ মাঠে চার শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এস এম সিরাজুল হক আলমগীর। এতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল ধলেশ্বরী হাসপাতালের চেয়ারম্যান ডা. এম এ হামিদ, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম সরকার প্রমুখ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা সাহায্য করতে চাই সামাজিক সংগঠনের সভাপতি আবু তালেব আকন্দ শীতল ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ডা. সহিদুল ইসলাম।

প্রায় ৭০ বছরের বৃদ্ধা গোলে ভানু কম্বল হাতে পেয়ে বেজায় খুশি। তিনি বলেন এবার কেউ শীতবস্ত্র দেয়নি। এলাকার ছেলেরা আমার দুঃখ সহ্য করতে না পেরে আমাকে ডেকে একটি কম্বল উপহার দিলো আল্লাহ তাদের ভালো করুক। “আমরা সাহায্য করতে চাই” একটি সামাজিক সংগঠন এর উদ্যোগে প্রতিবছর এলাকার অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরন এবং বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়ে থাকে।

১৫৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *