
গোপালপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের গোপালপুরে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর মুক্তির জন্য দোয়া মাহফিল করা হয়েছে। উপজেলার আলমনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে বাগুয়াটা গ্রামে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম মন্টুর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সম্পাদক ও গোপালপুর উপজেলা বিএনপির সদস্য মারুফ তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন মহানগর পশ্চিম ঢাকার সাবেক যুগ্ম সম্পাদক ও গোপালপুর শহর বিএনপির সদস্য মাসুদ তালুকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম বাবলু, হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম রোজ তালুকদার ভিপি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এহসানুল হক চৌধুরী (ওপেল), হেমনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, জেলা ছাত্র দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য তারিকুল ইসলাম তারেক, পৌরসভার সাবেক কাউন্সিলর উজ্জল মিয়াসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাফফিলে বিশেষ মোনাজাতের মাধ্যমে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর মুক্তির জন্য দোয়া করা হয়। মাহফিল শেষে নেতাকর্মীরা আব্দুস সালাম পিন্টু ও মারুফ তালুকদারের পিতার কবর জিয়ারত করেন।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যের মাধ্যমে বিএনপির প্রচার সম্পাদক এবং যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশ মোতাবেক নেতাকর্মীদের আইন বিরোধী কাজে অংশগ্রহণ না করার জন্য কঠোর নির্দেশ দেন। দলীয় নির্দেশনা অমান্য করে কেউ যদি অপরাধমূলক কাজে জড়ায় তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পরে তিনি সহকারি কমিশনার ভূমি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে এ বিষয়ে কথা বলেন।