সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকার ১৩ নং ব্রীজের নিকট এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার গোহালিয়াবাড়ী গ্রামের শুকুর মন্ডলের ছেলে ভ্যানচালক সাত্তার (৪০) ও কাঁচামাল ব্যবসায়ী কুর্শাবেনু গ্রামের আব্দুল হক খানের ছেলে মমিন (৩৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোহালিয়াবাড়ী থেকে সাত্তারের ভ্যানে করে কাঁচামাল নিয়ে হাতিয়া হাটে যাচ্ছিল মমিন। পথিমধ্যে সল্লা বাসস্ট্যান্ড এলাকার ১৩ নং ব্রীজের নিকট পৌঁছলে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪৭৫০৩) অন্য একটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে ভ্যানকে পিছন থেকে ধাক্কা মারে। এ সময় বাসটি ভ্যানের উপরে উঠে গেলে ঘটনাস্থলেই সাত্তার ও মমিন নিহত হয়।
বিষয়টি নিশ্চিত করে, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল জানান, লাশ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।