কালিহাতীতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

কালিহাতী টাঙ্গাইল শিক্ষা

স্টাফ রিপোর্টার ॥
মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী সমাবেশ ও শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ অনুষ্ঠান হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক বিপ্লব কুমার মোদকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরি, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হুসেইন, জেলা শিক্ষা অফিসার রেবাকা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, প্রধান শিক্ষক নাজমুল করিম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবির, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা, আওয়ামী লীগ নেতা শরীফ খান প্রমুখ। বক্তারা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম উপস্থিত শিক্ষার্থীর শপথ বাক্য পাঠ করেন।

২০৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *