স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ ভ্যানের ধাক্কায় ইধু মিয়া (৫৫) নামে এক মিক্সচার মেশিনের শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার রাজাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইধু মিয়া টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ উত্তরপাড়া গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ জানান, নিহত শ্রমিক ইধু মিয়া ঢালায়ের মিক্সচার মেশিন পিকআপ ভ্যানে করে নিয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। এসময় আরেকটি পিকআপ তাদের বহনকৃত পিকআপে ধাক্কা দিলে ভ্যান থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘাতক পিকআপটি আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১৮৫ Views