স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারী) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে সভায় টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, সিভিল সার্জন ডাঃ মিনহাজ উদ্দিন মিয়া, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীরসহ জেলা আইনশৃংখলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
১৩১ Views