টাঙ্গাইলের ফুলের বাজারে ভালবাসা ও বসন্তের উত্তাপ

টাঙ্গাইল টাঙ্গাইল সদর টাঙ্গাইল স্পেশাল বিনোদন লিড নিউজ

সাদ্দাম ইমন ॥
ঋতুরাজ বসন্তের আগমন ও (১৪ ফেব্রুয়ারী) বিশ্ব ভালবাসা দিবস বা ‘ভ্যালেন্টাইন ডে’ ঘিরে টাঙ্গাইলের ফুল বাজারে উৎসবের রঙ ধরেছে ব্যবসায়ীদের মনে। বসন্তবরণ আর বিশ্ব ভালোবাসা দিবসের উৎসবে শহরের ফুলের বাজার এখন চাঙ্গা। তবে পর্যাপ্ত সরবরাহের পরও ফুলের গায়ে যেন আগুন লেগেছে। দ্বিগুণ দামের অভিযোগ করেছেন ফুল কিনতে আসা ক্রেতারা। বসন্ত ও ভালবাসায় ফুল যেন এখন সোনার হরিণ।
বিপরীতে ফুল ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতি বছরের বিশেষ দিনগুলোতে বিশেষ করে পহেলা বৈশাখ, একুশে ফেব্রুয়ারী, স্বাধীনতা দিবস, মহান বিজয় দিবসসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি ও নানা দিবস পালনে ফুলের চাহিদা বেশি থাকার কারণে নৈমিত্তিক সময়ের চেয়ে ফুল কিনতে বাড়তি দাম গুনতে হয়। তবে পহেলা বসন্ত ও ভালবাসা দিবসকে ঘিরে সারা দেশব্যাপী ফুলের ব্যাপক চাহিদার থাকার কারণে টাঙ্গাইলের ফুলের বাজারেই বর্তমানে স্বাভাবিকভাবে দাম বেড়েছে ফুলের। স্বাভাবিক সময়ের চেয়ে এখন গদখালীতে গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিয়াস, জারব্রেরাসহ প্রতিটি ফুলের দাম প্রায় দ্বিগুণ।
বুধবার (১৪ ফেব্রুয়ারী) টাঙ্গাইল শহরের ফুলের বাজার ঘুরে দেখা গেছে, পহেলা বসন্ত ও ভ্যালেন্টাইন দিবস উপলক্ষে সাজ-সজ্জা ও ফুল কেনাবেচা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। দোকানগুলোও সেজেছে বর্নীল সাজে। প্রতিটি ফুল দোকানের সামনেই আনাগোনা বেশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।
বাসন্তী উৎসব আর ভালোবাসা দিবস উপলক্ষে দোকানে ফুলের শোভায় মুখরিত। এর মধ্যে লাল গোলাপ, চায়না গোলাপ, জারবেরা, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, গাঁদাসহ নানা রঙ ও বর্ণের ফুল রয়েছে। বেশির ভাগ ফুলই আমদানি করা হয়েছে যশোরের ঝিকরগাছা গদখালী হতে। থরে বিথরে সাজানো রজনীগন্ধা, গোলাপ, রজনীগন্ধা, চন্দ্র মল্লিকা, জারবেরা, গাঁদাসহ নানা রঙ ও বর্ণের ফুল ও নানা কাজ নিয়ে চরম ব্যস্ত এখন ব্যবসায়ীরা। বিশেষ করে (১৩ ও ১৪ ফেব্রুয়ারি) এই দুই দিন র রাতে প্রচুর বেচাকেনার চাপ রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বসন্তবরণ ও বিশ্ব ভালাবাসা দিবসকে ঘিরে উপজেলা শহরগুলোতে ফুলের বাজারে যেন আগুন লেগেছে। দু’দিন আগের ১০ টাকার গোলাপ এখন ৮০ টাকায় নিতে হচ্ছে। এটা অনেকটাই ডাকাতি করা। উৎসবে দাম নিয়ে মাথা না ঘামালেও ফুলের দাম স্বাভাবিক থাকলে ক্রেতাদের মন আরও ভালো থাকত বলে মন্তব্য ফুল কিনতে আসা একাধিক ক্রেতার।

 

১৫৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *