সাদ্দাম ইমন ॥
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। টাঙ্গাইল স্টেডিয়ামে শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকাল নয়টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় ও টাঙ্গাইল উচ্চ বিদ্যালয়। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় টাঙ্গাইল উচ্চ বিদ্যালয় ৬১ রানে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে হারিয়ে শুভ সূচনা করেছে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ইফতেখারুল অনুপম, কোষাধ্যক্ষ আব্বাস আলী সরকার, প্রাইম ব্যাংক লিমিটেডের টাঙ্গাইল শাখার সিনিয়র অফিসার সোহেল রানা, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরি কমিটির সদস্য ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন, আনিছুর রহমান আলো, বিসিবি’র ক্রিকেট কোচ আরাফাত রহমান।
খেলায় টস জয়ী টাঙ্গাইল উচ্চ বিদ্যালয় নির্ধারিত ৫০ ওভারের খেলায় ২৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে। দলের পক্ষে নিরব সর্বোচ্চ ৪২ রান করে। বোলিংয়ে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পক্ষে তৌফিক ২৮ রানে ৫টি উইকেট দখল করে। জবাবে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় ২২.২ ওভারে ৭০ রানে অলআউট হলে টাঙ্গাইল উচ্চ বিদ্যালয় ৬১ রানে জয়লাভ করে। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পক্ষে রাকিবুল ২৭ রান করে। বোলিংয়ে বিজয়ী দলের ইমরান ১০ রানে ৪টি এবং আবিদ ২৪ রানে ৩টি উইকেট দখল করে।
খেলায় আম্পায়ার ছিলেন উত্তম ও রবিন, স্কোরার- স্বপন দত্ত। শনিবার (১৭ ফেব্রুয়ারী) খেলায় অংশগ্রহণ করবে দিঘুলিয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় ও বিবেকানন্দ স্কুল এন্ড কলেজ।