স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ৬ষ্ঠ বার্ষিক এ্যাথলেটিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে এ্যাথলেটিস প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরহাদ হোসেন।
এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমানসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রবি ও সোমবার (১৮ ও ১৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ্যাথলেটিস প্রতিযোগিতার ২৮টি ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
১৪৪ Views