
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুর থানা ইনডোর ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। বুধবার (৬ নভেম্বর) রাতে নাগরপুর থানার আয়োজনে থানা প্রাঙ্গণে টুর্নামেন্টের আয়োজন করেন নাগরপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) রফিকুল ইসলাম।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদ্য যোগদানকৃত নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) পুলিশ সুপার পদে (পদোন্নতিপ্রাপ্ত) শরফুউদ্দীন আহম্মেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি ও সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের খেলায় নাগরপুর থানা ও আমন্ত্রিত খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।