সখীপুর উপজেলায় ৩ দিনব্যাপী বই মেলার উদ্বোধন

টাঙ্গাইল সখিপুর

স্টাফ রিপোর্টার ।।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বই পড়ার প্রতি সাধারণ মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা জাগানোর লক্ষে টাঙ্গাইলের সখীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিন ব্যাপী ‘অমর একুশে বই মেলা’ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে সখীপুর ডাকবাংলো চত্তরে বই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম। পরে তিনি বই মেলার স্টল পরিদর্শন করেন ও আলোচনা সভায় অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার , চর্যা গবেষক প্রফেসর আলীম মাহমুদসহ স্থানীয গন্যমান্য ব্যক্তিবর্গ ও বইপ্রেমী জনগন উপস্থিত ছিলেন।

১৭৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *