
হাবিবুর রহমান, মধুপুর ॥
ইট ভাটায় নিয়ম না মেনে জ্বালানি কাঠ পুড়ে ইট তৈরি করার দায়ে তিন ইট ভাটার মালিককে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের পরিচালিত দুটি মোবাইল কোর্ট। এ সময় ইট পোড়ানোর চুল্লীও পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়। সোমবার (৩ ফেব্রুয়ারী) এ অভিযান চালানো হয় টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নে।
মোবাইল কোর্টে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন ও সহকারী কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়া এ জরিমানা করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের দুটি টিমের সদস্যরা উপস্থিত ছিল।
মধুপুর উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নে অবস্থিত ৩টি ইট ভাটায় জ্বালানি হিসাবে কাঠ ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে মোট ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানা করা ইট ভাটাগুলো হলো- তিতাস বিক্স , মধুপুর বিক্স ও যমুনা বিক্স। তিতাস বিক্সে মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন। মধুপুর বিক্স ও যমুনা বিক্সে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। এ সময় পানি দিয়ে চুল্লী নিভিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মধুপুরের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট রিফাত আনজুম পিয়া।
এদিকে রবিবার (২ ফেব্রুয়ারি) উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের ভট্টবাড়ী মৌজায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া গত (২৯ জানুয়ারি) কুড়ালিয়া ইউনিয়নের টিকরী মৌজার বংশাই নদীর তীরে অভিযান পরিচালনা করে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়। গত (১৪ জানুয়ারি) মধুপুর পৌরসভার কাইতকাই মৌজায় মাটি কাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এজন্য সকলের সহযোগিতাও কামনা করেন।