মির্জাপুরে আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে এমপি শুভ’র মতবিনিময়

টাঙ্গাইল মির্জাপুর রাজনীতি

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে জামুর্কী ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাট ও বস্ত্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। শুক্রবার (১৫ মার্চ) জামুর্কী নবাব স্যার আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইলিয়াস আহমেদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোজাহিদুল ইসলাম মনির, রাজীব তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, সাবেক ভিপি মাসুম রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ অনিক প্রমুখ।
সংসদ সদস্য খান আহমেদ শুভ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করে তাকে বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয় মেয়াদে বিজয়ী করায় দলের তৃণমূলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সভায় জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সকল সদস্য ও ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকগণ উপস্থিত ছিলেন

 

১৮২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *