
স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জামায়াতে ইসলামী টাঙ্গাইল শহর ও সদর শাখার উদ্যোগে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর জেলা শাখার আমীর আহসান হাবীব মাসুদ। শহর শাখার আমীর মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মাদ ইকবাল, জামায়াতে ইসলামীর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, শহর শাখা সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ এসময় জেলা জামায়াতের অন্যন্য নেতা-কর্মীরা।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে টাঙ্গাইল শহর ও সদর শাখা জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।