
দেলদুয়ার প্রতিনিধি ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বুধবার (৯ এপ্রিল) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (৬ এপ্রিল) দেলদুয়ার উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বাজারে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি সম্বলিত ব্যাঙ্গচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় অখিল চন্দ্র মন্ডল নামের এক যুবক। এ নিয়ে এলাকার ধর্মপ্রাণ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠে। ফলে এলাকার সামাজিক সম্প্রীতি হুমকীর মুখে পড়ে।
এমন পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য দেলদুয়ার উপজেলা প্রশাসন বুধবার (৯ এপ্রিল) সকালে উপজেলা সভা কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ।
সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা আব্দুল্লাহ্ আল নূরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, লে. কর্ণেল কে এম হায়দারুল আলম, নাগরপুর উপজেলা সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ফাহিম আহমেদ খান, সরকারি সৈয়দ মহব্বত আলী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান খান, উপজেলা প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ।
জামায়াতের উপজেলা আমীর আল মোমেন, সেক্রেটারী আব্দুর রহমান, উপজেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মোহাম্মদ আসাদুল্লাহ্ খান, উপজেলা যুবদল আহবায়ক অপু তালুকদার শিপলু, উপজেলা ছাত্রদল সভাপতি সোহানুর রহমান সোহেল, উপজেলা ছাত্র শিবির সভাপতি হাবিবুর রহমান প্রমূখ।