
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতীতে স্বামী সৌদিতে যাওয়ার ১২ দিন পর মিনারা বেগম (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে কালিহাতীর পৌরসভা কুষ্টিয়া গ্রামে বসতঘর থেকে পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে।
জানা যায়, গৃহবধূ মিনারা বেগম কালিহাতী উপজেলা কুষ্টিয়া গ্রামের সুজন মিয়া বাবুর স্ত্রী। গত (৭ এপ্রিল) স্বামী সুজন মিয়া বাবু সৌদিতে চলে যান। সুজন মিয়া প্রবাসে যাওয়ার ১২ দিন পর শ্বশুর বাড়ির নিজ বসত ঘরে মিনারা বেগমের ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। পরে পুলিশ খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় এলাকাবাসী জানান, মেয়েটি অনেক ভালো ছিলো। কিন্তু কি কারণে আত্মহত্যা করল তা বুঝা মুশকিল। আবার অন্যান্য বলছেন, এটা আত্মহত্যা না, পরিকল্পিত হত্যা। তবে এই বিষয়ে নিহত মিনারা বেগম ও স্বামী সুজন মিয়ার পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কালিহাতী থানার এসআই শফিকুল ইসলাম জানান, মিনারা বেগমের স্বামী সুজন মিয়া বাবু গত (৭ এপ্রিল) সৌদিতে চলে যান। স্বামী সৌদিতে চলে যাওয়ার ১২ দিন পর নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিনারা বেগম।
এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।