
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি নেতার রোগমুক্তি কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের সময় দলীয় কার্যালয়ের রেলিং ভেঙে নীচে পড়ে কমপক্ষে চার নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গোড়াই হাটুভাঙা রোডে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে যুবদল নেতা মামুন রেজার মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে এবং তার পা ভেঙে গেছে। তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য ও বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার হার্টে তিনটি রিং পরানো হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ফিরোজ হায়দার খানের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্থানীয় বিএনপি অঙ্গ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাটুভাঙা রোডে শ্রমিক দলের কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। এ সময় কার্যালয়ে নেতাকর্মীদের স্থান সংকুলান না হওয়ায় ১০/১২ জন নেতাকর্মী দু’তলার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকেন। এ সময় তাদের চাপে রেলিং ভেঙে ৪/৫ জন নীচে পড়ে আহত হন। এতে যুবদল নেতা মামুন রেজার মাথা ফেঠে যায় এবং পা ভেঙে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তার অবনতি হলে তাকে রাতেই ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
দোয়া মাহফিলে মির্জাপুর উপজেলা বিএনপির সদস্য খন্দকার জয়নাল আবেদীন, মির্জাপুর পৌর বিএনপির সাবেক সহসভাপতি হাজী সোহরাব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মোবারক হোসেন, গোড়াই শিল্পাঞ্চল শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিদ্দিকী, গোড়াই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ জব্বর, উপজেলা জাসাস এর আহবায়ক হাশেম রেজা, জেলা ছাত্র দলের সাবেক সদস্য সেতু হায়দার খানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ হায়দার খানের রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।