সর্বজনীন পেনশন থেকে ভার্সিটির নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল শিক্ষা

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষকদের আয়োজনে অর্থ মন্ত্রণালয়ের সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে বিশ্ববিদ্যালয় সমূহের নাম প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে । শনিবার (১১ মে) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে অধ্যাপক ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, অধ্যাপক ড. মীর মোঃ মোজাম্মেল হক, সহযোগী অধ্যাপক ড. শিমুল রায়, সহকারী অধ্যাপক শাকিল মাহমুদ শাওন ও প্রভাষক হযরত আলী বক্তব্য রাখেন।
বক্তব্যে অনতিবিলম্বে সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে বিশ্ববিদ্যালয় সমূহের নাম প্রত্যাহারের দাবি জানান।

৩৪৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *