
স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌরসভার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে শনিবার (২৬ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১০টার দিকে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ধনবাড়ী পৌরসভার চরভাতকুড়া এলাকার মৃত হাতেম আলীর ছেলে অটোরিকশার চালাক হেলাল উদ্দিন (৫৫) এবং অপরজন অটোরিকশার যাত্রী। তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার (২৬ এপ্রিল) রাতে সিএনজি চালিত একটি অটোরিকশা মধুপুর থেকে ধনবাড়ীর দিকে যাচ্ছিল। অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ঘটনাস্থলেই মারা যান।
এ সময় গুরুতর আহতাবস্থায় এক যাত্রীকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতেই হাসপাতালে তিনি মারা যান।
মধুপুর থানার ডিউটি অফিসার মনজুরুল হক জানান, নিহত অটোরিকশা চালকের মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে। অন্যদিকে গুরুতর আহত অজ্ঞাতনামা ওই যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।