স্টাফ রিপোর্টার ॥
চতুর্থ ধাপে টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আবারও ভোটের মাঠে লড়ছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার। রোববার (১২ মে) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়। এতে মলি আক্তারের মনোনয়ন পত্র যাচাই-বাছাই করে বৈধ ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী।
বাসাইল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মলি আক্তার টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, আমি দীর্ঘ দিন ধরে বাসাইল উপজেলার সাধারণ মানুষের পাশে আছি। গত উপজেলা পরিষদ নির্বাচনে আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছিলাম। তাই এবার উপজেলা পরিষদ নির্বাচনে আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। জনগণ আমার সাথে আছে। আমি শতভাগ আশাবাদী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে সকলের সেবা করার পুণরায় সুযোগ দিবেন বাসাইল উপজেলাবাসী।
উল্লেখ্য, চতুর্থ ধাপে বাসাইল উপজেলায় আগামী (৫ জুন) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে পুণরায় ভোটের মাঠে মলি আক্তার
৩১১ Views